সেবা, সৌহার্দ্য, সুনাগরিকত্ব এই তিনটি মটো নিয়ে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের উদ্যোগে ২০২৫ সালকে স্বাগত জানিয়ে দিনব্যাপী ইংরেজী বর্ষবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারী ) সূর্যদী উত্তরপাড়ায় অবস্থিত সোয়াদ এগ্রো ফার্মে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচীর উদ্বোধন করেন ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম. সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান মো. মনিরুজ্জামান মানিক ও এপেক্সিয়ান ডা. এ.এ.এম তাহের । ব্যতিক্রমী বর্ষবরণ ও চড়ুইভাতির এ আয়োজনে এপেক্স ক্লাব অব শেরপুরের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি ও সহ সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন।