গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি

ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ম গ্রেডসহ তিন দফা দাবি এবং শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত ও বর্বর হামলার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।

উপজেলার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান শিপন এ বিষয়ে জানান, ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় এ উপজেলার ২৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। তিনি দাবী আদায়ের আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দাও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে