ভালুকায় বিএনপির থেকে মনোনয়ন না পেয়ে সাধারন মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম।
রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান মুন্সির ভিটা খেলার মাঠে ওই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১১ হাজার নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়েছে। তিনি মনোনয়ন চুরান্ত না হওয়ার আগ পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১০৮ টি ওয়ার্ডে শাড়ী ও লুঙ্গি বিতরন শেষ করবেন। তিনি এপর্যন্ত নিজস্ব আর্থায়নে ৪টি ইউনিয়ন ও পৌরসভাসহ ৩৬ ওয়ার্ডে শাড়ী লুঙ্গি বিতরন করেছেন।
শাড়ী লুঙ্গি বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ,মজিবুর রহমান মজু,রুহুল আমীন,নজরুল ইসলাম বিএনসি,আয়ুব আলী কমান্ডার,সদস্য সিরাজুল ইসলাম ঢালী,নুরুল হক মন্ডল,নাইমুল করিম জান্নাত,লোকমান হোসেন,মাসুদ পারভেজ চান মিয়া,বুলবুল আহাম্মেদ,শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাস,সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজনসহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রমুখ।