ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম
ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জন্মদাতা বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অমানবিক এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মা মনোয়ারা বেগম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুল বারী ও মনোয়ারা বেগমের ছেলে মাসুদ রানা (৩২) ও কুদরাত-ই-হৃদয় (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, নাতনিকে পোশাক পরানো নিয়ে দাদী মনোয়ারা বেগম ও নাতনির মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই ছেলে মাসুদ রানা ও হৃদয় মা-বাবার ওপর চড়াও হন এবং নির্দয়ভাবে মারধর শুরু করেন। এতে বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও তারা বাবার একটি দাঁত ভেঙে দিয়েছিল। স্থানীয়রা অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে দুই ভাই তাদের মাকে গাছে বেঁধে রাখারও চেষ্টা করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে মনোয়ারা বেগমকে উদ্ধার করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।” এদিকে, এলাকার মানুষ এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে