বাঘায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৫:৩১ পিএম
বাঘায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহীর বাঘায় কারিমা খাতুন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। কারিমা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের কামরুল ইসলামের মেয়ে এবং এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল গেম খেলার সময়ে ফোন কেড়ে নেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দেয় কারিমা খাতুন। পরিবারের লোকজন জানতে পেরে তাকে হাসপতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে