নালিতাবাড়ীতে জাল নোটসহ যুবক আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম
নালিতাবাড়ীতে জাল নোটসহ যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে । রোববার (৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এ সময় মেহেদীকে  আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর শরীর তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে