পাবনা-৩ আসনে

বিএনপি মনোনীত প্রার্থী তুহিনের সাথে মনোনয়ন প্রত্যাশী হীরার সাক্ষাৎ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী তুহিনের সাথে মনোনয়ন প্রত্যাশী হীরার সাক্ষাৎ

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন একই দলের মনোনয়নপ্রত্যাশী,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার (৯ নভেম্বর) সকালে হাসান জাফির তুহিন কয়েকজন নেতাকে সাথে নিয়ে হাসাদুল ইসলাম হীরার পৌর শহরের আফ্রাতপাড়াস্থ বাসভবন রাজমহলে যান। হাসান জাফির তুহিন কিছু সময় হীরার বাড়ির প্রধান ফটকে অবস্থান করেন এবং সাক্ষাতের জন্য এসেছেন বলে জানান। পরে দুই নেতা বাসভবনে সাক্ষাতে মিলিত হন। তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হওয়ার পর হাসান জাফির তুহিন ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে সাথে থাকার অনুরোধ জানান। 

এরআগে কৃষিবিদ হাসান জাফির তুহিন আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের পাঠানপাড়াস্থ বাসভবনে যান। কিন্তু সাক্ষাত হয়নি এই দুই নেতার। তবে শনিবার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া হাইস্কুলে দুই নেতার আকস্মিক সাক্ষাত হয়। এসময় তারা স্কুলের কক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। হাসান জাফির তুহিন তার সাথে থাকার জন্য কে এম আনোয়ারুল ইসলামকে অনুরোধ জানান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার আমীর মওলানা মোঃ আব্দুল হামিদ পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানিয়ে তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন,‘গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার ও ভদ্রতা বজায় রাখার অংশ হিসেবে তার সুস্বাস্থ্য,সুন্দর প্রচারণা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কামনা করছি। চাটমোহর সবসময়ই পারস্পরিক সম্মান,সৌহার্দ্য ও মূল্যবোধনির্ভর রাজনৈতিক পরিবেশের উদাহরণ হয়ে এসেছে। এই সুসংস্কৃতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে  একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে,এটাই আমাদের প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে