টাঙ্গাইলে ২ আসামী গ্রেফতার ও অপহৃত কিশোরী উদ্ধার

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৭:৪১ পিএম
টাঙ্গাইলে ২ আসামী গ্রেফতার ও অপহৃত কিশোরী উদ্ধার

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের  পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী, হত্যা করার চেষ্টা মামলার আসামী  গ্রেফতার  এবং অপহৃত  এক কিশোরী উদ্ধার হয়েছে। শনিবার (৮ নভেম্বর) পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার কৃতরা হলো, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সুমন শিকদার (২৭) এবং গোপালপুর উপজেলায় চাচাকে হত্যা করার চেষ্টা মামলার আসামী  ভাতিজা মোঃ শামীম (২৫)। এছাড়াও, সখিপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন এর কোনাবাড়ী থানাধীন আমবাগ মোকসেদ আলী জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিআর মামলায় আদালত হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সুমন শিকদার (২৭) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুমন শিকদার নাগরপুর উপজেলার রেহাই মিরকুটিয়া গ্রামের মোহর আলীর ছেলে।

একই ক্যাম্পের আরেকটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) রাতে গাজীপুর কোনাবাড়ী থানাধীন সাদারগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইলের গোপালপুর থানার চাচাকে হত্যা করার চেষ্টা মামলার আসামী  ভাতিজা মোঃ শামীম (২৫) কে গ্রেফতার করেন।

একই ক্যাম্পের অপর আরেকটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) রাতে গাজীপুর  কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার সখীপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে