টাঙ্গাইলের কালিহাতীতে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পতিশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার রাজাবাড়ী পাইকপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পতিশ চন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী ব্যক্তি পরিচয়ে এলাকার বিভিন্ন যুবক-যুবতীকে সরকারি ও বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার অনেকেই তার কাছে টাকা ফেরতের দাবি জানালেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন।
বক্তারা বলেন, চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে এলাকার অসহায় ও বেকার মানুষকে ঠকিয়ে তিনি এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। এ ধরনের প্রতারকচক্রের কারণে সমাজে ন্যায়বিচার ও আস্থার পরিবেশ নষ্ট হচ্ছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, পতিশ চন্দ্র মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কেউ আর এমন প্রতারণার শিকার না হয়।
মানববন্ধনে এলাকার সমাজকর্মী, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনের আয়োজক রাজাবাড়ী ও পাইকপাড়া এলাকার সাধারণ জনগণ জানান, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি নিয়ে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন।