সিলেট-৬ মনোনয়ন বিতর্ক: বিএনপি নেতাদের রিভিউ দাবি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৯:০১ পিএম
সিলেট-৬ মনোনয়ন বিতর্ক: বিএনপি নেতাদের রিভিউ দাবি

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর নাম ঘোষণা করা হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, অজনপ্রিয় প্রার্থী মনোনয়ন পেলে আসন হারানোর সম্ভাবনা আছে। ফলে দলের কেন্দ্রীয় হাইকম্যান্ডের কাছে মনোনয়নের “রিভিউ”করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীরা একে একে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বক্তারা বলেন, ২০১৮ সালের প্রতিকূল নির্বাচনী পরিস্থিতিতেও ফয়সল আহমদ চৌধুরী সিলেট-৬ আসনে ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছিলেন। এটি তৎকালীন বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে সারাদেশে তৃতীয় সর্বোচ্চ ভোট ছিল। তাদের মতে, ফয়সল আহমদ চৌধুরীর এই ফলাফল শুধু সিলেট নয়, জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছিল।

সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।

স্থানীয় নেতারা চূড়ান্ত মনোনয়নে ফয়সল আহমদ চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা বলেন, তিনি মাঠে গ্রহণযোগ্য এবং দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই জনপ্রিয় প্রার্থী ছাড়া জয় কঠিন হবে। নেতারা মনে করছেন, এমরান আহমদ সাংগঠনিকভাবে সক্ষম হলেও ভোটের রাজনীতি বোঝেন না।

সভায় অংশগ্রহণকারীরা একত্রে বলেন, “আমরা কেন্দ্রীয় নেতাদের সম্মান করি, তবে মাঠের বাস্তবতা উপেক্ষা করা যাবে না। রিভিউ করলে জনগণের পছন্দ যদি ফয়সল আহমদ চৌধুরী হয়, তা মানা উচিত।”

স্থানীয় নেতারা ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন চান এবং কেন্দ্রীয় হাইকম্যান্ডের কাছে পুনর্মূল্যায়নের অনুরোধ জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে সিলেট-৬ আসন পুনরুদ্ধার সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে