সৈয়দপুরে নাশকতা মামলার আসামী ইমরান তৌহিদী গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৯:০৩ পিএম
সৈয়দপুরে নাশকতা মামলার আসামী ইমরান তৌহিদী গ্রেফতার

সৈয়দপুরে নাশকতা মামলার আসামী ইমরান তৌহিদী (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাশকতা মামলার আসামী ছিল। ৮ নভেম্বর রাতে পুলিশের অভিযানে শহরের বাঁশবাড়ী এলাকা থেকে তাকেগ্রেফতার করা হয়। ইমরান তৌহিদী ওই এলাকার বাসিন্দা নওশাদ গুল ফ্যাক্টরীর মালিক নওশাদ তৌহিদীর ছেলে।

গত ২০২৪ সালে ৩১ আগস্ট সৈয়দপুর থানায় দায়ের হওয়া ২০নং মামলার ৫৭নং আসামী ছিল সে। মামলার পর থেকে সে পলাতক ছিল।বর্তমানে পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিস ভাংচূুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছর ৩১ আগস্ট সৈয়দপুর পৌর বিএনপি;র সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। এস আই আমিনুল ইসলাম ও মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স রাতে তার বাসা ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসভবনের তিনতলা থেকে নিচে লাফ দেয়। এ সময় পা ও কোমড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

 আহতাবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ আসামী ইমরান তৌহিদীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে