বিরলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৯:১৩ পিএম
বিরলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিরলে ক্রীড়াঙ্গনকে সুসজ্জ্বিত রাখতে ক্রীড়া চর্চার অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিববার বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইন্দ্রজীত সাহা।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আতিউর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও বিজোড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজ্জাক হায়দার, উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আরিফ হোসেন, ফুটবল কোচ আহসান হাবিব আপেল, জুলাইযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল আলীম প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রধান রেফারী উত্তম কুমার ও তাঁর সাথে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আনিসুর রহমান এবং আপন রায়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাদশ বনাম বিরল ফুটবল একাডেমির মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে ০-২ গোলের ব্যাবধানে বিরল ফুটবল একাডেমি জয়লাভ করে।

আপনার জেলার সংবাদ পড়তে