কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ মিলন আয়তনে আজ সোমবার সকাল ১১টায় নতুন উপজেলা নির্বাহী কর্মকতা মো. শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও স্ব-স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একদিনের গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরীক্ষণ, নিরীক্ষণ, অভিযোগ গ্রহন ও সম্পত্তি প্রতিবেদন, জেষ্ঠ্যতা ইউনিয়ন পরিষদের দায়িত্ব, উপজেলা পরিষদের দায়িত্ব, ডিএমআইই পদ্ধতি প্রতিবেদন ফরম পরিচিতি, গ্রাম্য আদালতের কর্ম সাফল্য সহ বিভিন্ন ধরণের কর্মপ্রকল্প আলোচনায় উঠে আসে। এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক ও বাংলাদেশ আদালতের বাজিতপুর কর্ডিনেটর মো. আমিনুল ইসলাম।