বাজিতপুর স্থানীয় সরকার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কর্মশালা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম
বাজিতপুর স্থানীয় সরকার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কর্মশালা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ মিলন আয়তনে আজ সোমবার সকাল ১১টায় নতুন উপজেলা নির্বাহী কর্মকতা মো. শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও স্ব-স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একদিনের গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরীক্ষণ, নিরীক্ষণ, অভিযোগ গ্রহন ও সম্পত্তি প্রতিবেদন, জেষ্ঠ্যতা ইউনিয়ন পরিষদের দায়িত্ব, উপজেলা পরিষদের দায়িত্ব, ডিএমআইই পদ্ধতি প্রতিবেদন ফরম পরিচিতি, গ্রাম্য আদালতের কর্ম সাফল্য সহ বিভিন্ন ধরণের কর্মপ্রকল্প আলোচনায় উঠে আসে। এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক ও বাংলাদেশ আদালতের বাজিতপুর কর্ডিনেটর মো. আমিনুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে