কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাধ একটি প্রকল্প চট্টগ্রাম ট্রেডার্সের কাজ নিয়ে এলাকার জনগনের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে চলছে বলে অভিযোগ উঠেছে। জানাযায়, এই প্রকল্পের কাজের মধ্যে কোনো কোনো জায়াগায় ব্লকের কাজে সাদা বালির সাথে লাল বালি মিশ্রণ করার ফলে এই কাজ হালকা হচ্ছে বলে এলাকাবাসিদের মধ্যে অভিযোগ রয়েছে। যদিও এই প্রকল্পটি গত আওয়ামীলীগ সরকারের আমলে শেষের দিকে কাজ শুরু করার কথা থাকলেও চট্টগ্রাম কোম্পানির ঠিকাদার প্রতিষ্ঠান গড়িমসি করে কাজটি করতে দেরি করেন কিন্তু তারা ব্লকের কাজগুলো নূন্নতম মানের করে আসছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। গত রবিবার বিকেলের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই কোম্পানির ম্যানেজার, পানি উন্নয়ন বোর্ডের লোক জনের অনুপস্থিতিতে ব্লকের কাজ করে যাচ্ছে নিম্নমানের। যদিও এ বছেরের ডিসেম্ববরের দিকে শেষ হওয়ার কথা থাকলেও তারা পানি উন্নয়ন বোর্ড থেকে আগামী অর্থ বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে নিয়েছে বলে তাদের একজন সহকারী ম্যানেজার গণমাধ্যম কর্মীদের কথাগুলো বলেন। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়া বলেন, যথা নিয়ম বর্হিভূত ভাবে কাজ করলে তাদের বিল না দেখে দেওয়া হবে না বলে উল্লেখ করেন।