খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিছু সংখ্যক সহকারি শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ফত্ িপ্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি বিধি মোতাবেক “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(স্কুল) জনবল কাঠােেমা ও এমপিও নীতিমালা ২০২১” অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি বিষয়ে প্রতি পদে ১জন করে সহকারি শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ঘঞজঈঅ যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধীকার দেয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে সভাপতির বরাবরে আবেদন করার জন্য আহবান করা হয়।
যোগাযোগ:ই-মেইল : ষধশংসরপযযধৎরমরৎষংযরমযংপযড়ড়ষ@মসধরষ.পড়স,মোবাইল: ০১৫৫৩২৪৪৪০১। বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মো: মোবারক হোসেন বলেন, একটি স্কুল চালু করা সাহসি এবং কঠিন পদক্ষেপ। শিক্ষাসহ সকল ক্ষেত্রে এ উপজেলা পিছিয়ে রয়েছে। এলাকার সবাই মিলে শিক্ষার উন্নয়নে কাজ করা দরকার। একটি গার্লস হাইস্কুল চালু করা হয়েছে এটাকে এগিয়ে নিতে হলে সকলের আন্তরিকা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন হবে।