ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইলে আরোহী স্বামী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মজিবর রহমান ও স্ত্রী হোসনায়ারা বেগম নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল যোগে ধর্মপাশা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্থান্তর করেছে। ঘটনাটি ঘটেছে গতরাত ৮টায় মহাসড়কের হাজিরবাজার এলাকায়।
এলাকাবাসী জানান,গত রাতা ৮টার দিকে হাজিরবাজার এলাকায় সরকার পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এতে স্বামী ও স্ত্রী গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদি মাসুদ জানান,লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।