হিলিতে ১ হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৩:২৮ পিএম
হিলিতে ১ হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন

আমদানি নির্ভরতা কাটিয়ে পেঁয়াজ ও তেলে স্বয়ংসম্পুর্নতা অর্জনের লক্ষ্যে কৃষকদের এসব চাষে উৎসাহিত করতে দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম তাদের হাতে এসব সার ও বীজ তুলে দেন। এসময় ১হাজার ৪শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০জন কৃষককে ১ কেজি করে সুর্য মুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। 

এছাড়া কি ভাবে এসব বীজ রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সে সম্পর্কে কৃষকদের অবগত করেন কৃষি কর্মকর্তাগন। এসময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রানী সম্পদ র্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে