কুড়িগ্রামে ‘অ্যাকটিভ’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
কুড়িগ্রামে ‘অ্যাকটিভ’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নতকরণ কর্মসূচি (অ্যাক্টিভ)এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুড়ি সম্মেলন কক্ষে এই উদ্বোধনী সভার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রে লা ফেইম (এসিএফ)।

এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের পরিচালক  ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

আয়োজকরা জানান, “অ্যাকটিভ” প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে আইপিএইচএন ও বিএনএনসি, আর কারিগরি সহায়তা দিচ্ছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)। প্রথম পর্যায়ে কুড়িগ্রাম জেলার রৌমারী ও উলিপুর উপজেলায় প্রকল্পটির কার্যক্রম শুরু হবে।

সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক ও দুর্গম চরাঞ্চলের মানুষের অপুষ্টিহ্রাস ও অপরিহার্য সেবাসমূহে সকলের প্রবেশাধিকার উন্নতকরণে অ্যাক্টিভ প্রকল্প সরকারের স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য দপ্তরের সমন্বয়ে কাজ করে যাবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকায়ন কার্যক্রম পরিচালিত হবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে