কয়রায় কালনা মহিলা আলিম মাদরাসায় নবীনবরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ পিএম
কয়রায় কালনা মহিলা আলিম মাদরাসায় নবীনবরণ

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী কালনা মহিলা আলিম মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষিত মা, আলোকিত জননী’ স্লোগানকে সামনে রেখে সোমবার, ১০ নভেম্বর, সকাল ১০টায় মাদরাসার সুপরিসর মিলনায়তনে এই মনোজ্ঞ আয়োজন সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ​অনুষ্ঠানে নবীনবরণ ও উদ্বোধনী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অবঃ মোঃ মোফাজ্জল হোসেন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ঘুগরাকাটি ফাজিল স্নাতক মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ গোলাম সারওয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা একেএম আজহারুল ইসলাম এবং কয়রা উপজেলার সকল মাদরাসার সুপার ও প্রিন্সিপালগণ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,

​"জ্ঞানার্জনের মাধ্যমেই একটি জাতি সমৃদ্ধি লাভ করে। নারীরা সমাজের অর্ধেক অংশ। তাই নারীশিক্ষা নিশ্চিত করা মানে একটি পরিবার ও জাতিকে আলোকিত করা। মাদরাসা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তোলে, যা দেশ ও দশের জন্য এক বিশাল সম্পদ।"​তিনি আরও বলেন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতি তার বার্তা ছিল- সুশিক্ষা অর্জন করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলতে হবে। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও ইসলামি আদর্শের সমন্বয়ে আলোকিত জীবন গঠনের আহ্বান জানান। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী স্থানীয় প্রশাসন থেকে মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ নেয়ামত উল্লাহ। স্বাগত ও উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাবাজ হোসেন নবীন ছাত্রীদের মাদরাসার নিয়ম-শৃঙ্খলা মেনে চলার এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাদরাসার অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

​আলিম প্রথম বর্ষে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদদের সান্নিধ্যে এসে উচ্ছ্বাস প্রকাশ করে। অনুষ্ঠান শেষে সকলে প্রীতিভোজে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে