ভুরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে আটক ৫

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৫:২৬ পিএম
ভুরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে আটক ৫
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক কারবারি সন্দেহে ৪ নারী ও ১ জন পুরুষকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের মোছাঃ জরিনা খাতুনের বাড়িতে। এসময় ঘটনাস্থল থেকে আটককৃতদের নিকট থেকে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, চারটি মোবাইল ফোন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩টি কসটেপ, একটি কাচি এবং ১৩৫ সিসি বাজাজ ব্র্যান্ডের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন— বাড়ির মালিক মোছাঃ জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের কন্যা গোলেজান, রংপুর জেলার বদরগঞ্জ থানার বাড়ুয়া গ্রামের মোছাঃ শাপলা আক্তার (২৪) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার গুচ্ছ গ্রামের মোছাঃ রুমি আক্তার (৩০)। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, আটককৃতদের কাছে কোন মাদক দ্রব্য পাওয়া যায়নি। তবে তারা এ এলাকায় আসার বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত বিষয়টি উদঘাটন হবে বলে জানিয়েছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
আপনার জেলার সংবাদ পড়তে