কিশোরগঞ্জের মহিনন্দে আজ ১৫ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৫:৫০ পিএম
কিশোরগঞ্জের মহিনন্দে আজ ১৫ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের ২০ বছরে পদার্পন ও মহিনন্দের ১৫ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস উদযাপিত হবে মঙ্গলবার । "সঠিক ইতিহাস ঐতিহ্য  সংরক্ষণ করবো, বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ পাঠাগার আংগিনায় সকালে আলোচনাসভা ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন পরিষদ,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। তিনি জানান অনুষ্ঠানে  “ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ ”শীর্ষক প্রবন্ধ উপস্থাপনসহ আঞ্চলিক ইতিহাস উপস্থাপন করা হবে। সেই সাথে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে ও প্রয়াতদের স্মরণে দুয়া করা হবে। একই সাথে এতদাঞ্চলের বেকার যুব ও যুব নারীদের কর্ম সংস্থানের লক্ষে ৭ দিন ব্যাপী যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ। এতে উপস্থিত থাকার জন্য সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। 

প্রসংগত  ২০১০ সালের ১১ নভেম্বর তিলে তিলে সংগ্রহ করা তিলোত্তমা তথ্যসমৃদ্ধ আমিনুল হক সাদীর সম্পাদিত মহিনন্দের ইতিকথা নামে একটি প্রকাশনা বইয়ের উৎসবের আয়োজন করে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। এতে রাষ্ট্রীয় সফরসূচিতে গ্রন্থের মোড়ক উন্মোচন করার সিদ্ধান্ত হয়। সব প্রস্ততি যখন চুড়ান্ত পর্যায়ে তখন নেতৃত্বের রেষারেষিতে কলম সৈনিকদের অগ্রাহ্য করে গ্রন্থ প্রকাশের ষড়যন্ত্রের পাঁয়তারা চালায় একটি কুচক্রি মহল। শুধু তাই নয় সংগঠনের দায়িত্বশীলের শরীর থেকে রক্তও ঝরায়। কিন্তু একজন লেখক কখনো নীতিহীন সন্ত্রাসীর কাছে পরাজিত হতে পারে না। তাই সে দিন ওই সময়ে সেই আলোচিত মহিনন্দের ইতিকথা গ্রন্থটি মহিনন্দের পরিবর্তে বৌলাই সাহেববাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানে নির্ধারিত প্রধান অতিথির মাধ্যমেই আত্মপ্রকাশ ঘটেছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষে প্রতি বছর এ সংগঠনটি ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে