ফুলবাড়ীতে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম
ফুলবাড়ীতে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন বলেন, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে। ছাগলগুলো যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ১৪ দিনের মধ্যে কোন ছাগল অসুস্থ বা মারা যায়, তবে সেই ছাগলের পরিবর্তেন আবারো একটি ছাগল দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, সরকার ছাগলগুলো পালনোর জন্য দিয়েছেন। বাড়ী নিয়ে গিয়ে বিক্রি করার জন্য নয়। কেউ ছাগলগুলো বিক্রি কিংবা জবাই করে খেতে পারবেন না। এগুলো লালন পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। 

শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে দুইটি করে বিনামূল্যে ছাগল প্রদান করন।

আপনার জেলার সংবাদ পড়তে