মহাদেবপুরে শত্রুতার জেরে তিনশ’ ফলন্ত গাছ কর্তন

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৬ এএম
মহাদেবপুরে শত্রুতার জেরে তিনশ’ ফলন্ত গাছ কর্তন

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গাছের সাথে শত্রুতা করা হয়েছে। বাগানের তিনশ’ ফলন্ত গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের হাসানপুর পাখীপাড়ায় এঘটনা ঘটে। দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানে লাগানো পেঁপে গাছগুলোতে পেঁপে ধরেছিল। এছাড়া সুপারি, আম, জাম, জলপাই প্রভৃতি গাছ মাঝখান থেকে কুপিয়ে কেটে ফেলা হয়েছে। বাগানের মালিক ওইগ্রামের আব্দুর রহমানের ছেলে আজম উদ্দিন জানান, এর আগেও এই বাগানের গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার প্রতিবেসী আজিজুল ইসলামের ছেলে আব্দুল লতিফ সজল, সাবেক মেম্বার ইউনুসার রহমান হেবজুল, তার ছেলে মো: রাশেদ ও ফজলুর রহমানের ছেলে জাহিদ হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে তারা এই বাগানের গাছ কেটে বিনষ্ট করেছে বলে মহাদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মহাদেবপুর থানার ডিউটি অফিসার এএসআই সজিব হোসেন অভিযোগ পাবার কথা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে