সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:১৭ পিএম
সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী রিক্সা মার্কার গণসংযোগ করছেন। রোববার দিনব্যাপী তিনি গোকর্ণ ইউনিয়নের গোর্কণ, ফার্মগেট, জেঠাগ্রাম, ব্রাহ্মণ শাসন ও নুরপুর সড়ক বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও দোয়া  সমর্থন কামনা করে রিকশা মার্কায় ভোট চান।গণসংযোগকালে তিনি বলেন,“১৯৭১ সালের পর অনেক সরকার এসেছে, নেতৃত্ব বদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। যারাই  এদেশের  ক্ষমতাই ছিলেন তারা শুধু  শাসন করেছেন, তারা আমাদেরকে ব্যবহার করেছেন। কৃষক, শ্রমিক, রিকশা চালক-কারও জীবনে স্থায়ী উন্নতি হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা তন্ত্র-মন্ত্রের রাজনীতি চাই না, চাই সত্য ও ন্যায়ের শাসন। ইনশাআল্লাহ,সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

এ সময় তাঁর সঙ্গে  বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা সভাপতি,মাওলানা আব্দুস সাত্তার, বি,এম গিয়াস উদ্দীন, মাওলানা  ইসলাম উদ্দীন ফারুকী,মাওলানা মুজাহিদুল ইসলাম,  মাওলানা  মিজান বিন আব্দুল হক, মাওলানা  আমির আহম,মুফতি আবু মুসা আল মোতাইদ, মাওলানা  হুসাইন আহমদ নুরপূরী,মাওলানা  তাজুল ইসলাম, মুফতি খলিলুর রহমান, মাওলানা  শামসুল হক, মাওলানা  ফখরুদ্দিন রাজি, মাওলানা  বোরহান উদ্দীন ফারুকী, মাওলানা  রফিকুল ইসলাম ও স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে