কুষ্টিয়ায় শিক্ষা ক্যাডার প্রভাষকদের মানববন্ধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:১৮ পিএম
কুষ্টিয়ায় শিক্ষা ক্যাডার প্রভাষকদের মানববন্ধন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষা ক্যাডারের কুষ্টিয়া জেলার চারটি সরকারী কলেজের প্রভাষকরা। মানববন্ধনে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের প্রায় সব ক্যাডারেই ইতিমধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি ও সুপারনিউমারারি পদসৃজনের মাধ্যমে যোগ্য কর্মকর্তারা পদোন্নতির সুযোগ পাচ্ছেন। কিন্তু শিক্ষা ক্যাডারের প্রভাষকগণ দীর্ঘ ১৩ বছর যাবৎ পদোন্নতি থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, ুশিক্ষা ক্যাডারে নিয়মিত পদোন্নতি না হওয়া এবং ভূতাপেক্ষ পদোন্নতি না দেওয়ার কারণে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। এটি শিক্ষার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা অবিলম্বে ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবি জানান নতুবা তারা কঠোর কর্মসুচীর  (নো-প্রমোশন, নো ওয়ার্ক)  হুশিযারী দেন।

আপনার জেলার সংবাদ পড়তে