কিশোরগঞ্জে কৃষক ও কৃষানিদের নিয়ে ফিল্ড টেকনোলোজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তর ২০২৪-২০২৫ অর্থবছরে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমিশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ, রিজিলিয়েন্স ইন পার্টনার’ এর আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর কৃষক ও কৃষানিদের নিয়ে ফিল্ড টেকনোলোজি ওরিয়েন্টেশনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: মাঈন উদ্দিন , উপসহকারী কৃষি অফিসার সাবিহা আক্তার,নাছিরুজ্জামান সুমন প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা বলেন,আমন ধানের ১০৩ জাতের চাষের আধুনিক কলাকৌশল এবং বীজ ধানের সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, মহিনন্দ কৃষক পার্টনার স্কুলের সদস্যগণ ও চাষীরা উপস্থিত ছিলেন।