পাথরঘাটায় উনচল্লিশ হাজার টাকা জরিমানা

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম
পাথরঘাটায় উনচল্লিশ হাজার টাকা জরিমানা

বরগুনার পাথরঘাটায় চুরি, ডাকাতি ও মাদক কারবারীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় উপজেলার আঞ্চলিক সড়ক গুলোর বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অপরাধীদের ধরতে বিভিন্ন যানবাহনে তল্লাশী করে অবৈধ যান বাহনের মালিককে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বেলা ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নৌবাহীনি লেফটেনেন্ট কমান্ডার বায়েজিদ হোসেনের (এস)বিএন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় ছিচকে চোরের উৎপত্তি হয়েছে। গত ৯ দিনে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। এদের মধ্যে চিহিৃত কিছু চোর রয়েছে। তারা অন্য উপজেলা থেকে লোক ভাড়া করে এনে রাতে এলাকার আইনশৃঙ্খলাসহ মাদক ছড়িয়ে দিচ্ছে। এসব অপরিচিত সন্দেহভজন লোকদের ধরতে আমরা অভিযান পরিচালনা করছি। আজ চোর চক্রের একজনকে ধরেছি এবং তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়ে আমরা যোৗথবাহিনী অভিযান চালাচ্ছি। তিনি আইশৃঙ্খলা রক্ষায় উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদে সহযোগিতা করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে