কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগার সুনাইকুন্ডি গ্রামের বিএনপি নেতা তিপার মন্ডল (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি......রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৌলতপুরের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,
দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর থানা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, থানা বিএনপির অন্যতম নেতা মোঃশামীম রেজা মোল্লা। এদিকে সোমবার সকাল ১০ টায় আল্লাহর দরগার সোনাইকুন্ডী মাদ্রাসা ইদ্রিস আলী বিশ্বাস মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপি নেতা তিপার মন্ডলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেয়। শেষে ইদ্রিস আলী বিশ্বাস মাদ্রাসা গোরস্থানে তাকে দাফন করা হয়।