সৈয়দপুরে বৈদ্যুতিক মিটারের তার চুরি বেড়েছে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১১ নভেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ এএম
সৈয়দপুরে বৈদ্যুতিক মিটারের তার চুরি বেড়েছে

নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক মিটারের তার চুরি বেড়েছে। গত এক সপ্তাহে শহরের মধ্যে প্রায় ১০ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ীতে বৈদ্যুতিক মিটারের তার চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়িরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার পর ওই চুরির ঘটনা ঘটে। রাতের যে কোন সময়ে চোরেরা বৈদ্যুতিক সার্ভিস তার,মিটার,বাসাবাড়ীর নলকুপ,ব্যবসা প্রতিষ্ঠানের লোহার দরজা,জালানার গ্রিল চুরি করে নিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যবসায়িরা চুরি আতংকে ভুগছেন।

সৈয়দপুর শহীদ তুলশীরাম সড়কের বিশিষ্ট ব্যবসায়ি হাজী মজিদুল ইসলাম মন্ডল বলেন,গত সপ্তাহে আমার ব্যবসা প্রতিষ্ঠানের লোহার জালানা,দরজা,মিটারের তার,নলকুপ চুরি গেছে।

তার পুর্বেও আমার কয়েকবার চুরি হয়েছে। চোরের অত্যাচারে প্রতিষ্ঠানে কোন জিনিস রাখতে পারছি না। বর্তমানে আমি চুরি আতংকে ভুগছি।

তিনি বলেন,এ সকল চুরির সাথে মাদকসেবীরাই জড়িত। তাই মাদক নির্মুলে প্রশাসনকে কঠোর হতে হবে।

এদিকে বেশ কিছুদিন পুর্বে তামান্না হলের লোহার গ্রিল চুরি গেছে। রসুলপুর ও টার্মিনালে চুরি গেছে বেশ কয়েকজনের সার্ভিস তার।

ওই তারগুলোর মধ্যে পিতল থাকায় তারা চুরি করে তা সহজে বিক্রি করছে। তবে কারা ওই সকল চোরাই মাল ক্রয় করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাহলেই হয়তো চুরি রোধ করা সম্ভব হতে পারে।

 শহরের এক মুদি দোকানদার বলেন,অপরাধমুলক কর্মকান্ড দিন দিন বেড়েই চলছে। চেতনা নাশক ওষুধ ব্যবহার করে প্রায়ই সময় ঘটছে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা। 

আলম নামে এক অটো চালক বলেন,এখন আর রাতে দুরের ভাড়ায় যাই না। কারণ যাত্রি বেশে যেভাবে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটছে তাতে ভয় লাগে। না জানি অটো ছিনিয়ে নেয়। 

বাপ্পী নামে এক কাপড় ব্যবসায়ি বলেন শহরের মধ্যে স্থাপন করা সিসি ক্যামেরাগুলো সচল নাকি অচল তা নিয়ে দায়িত্বে থাকা কর্তাদের মনে হয় তেমন একটা মাথা ব্যথা নেই। শহরে পুলিশি টহল বাড়াতে হবে। শহরে মাদকের বেচা বিক্রি বেড়েছে বহুগুণে। প্রশাসনসহ সাধারণ মানুষকেও মাদকরোধে এগিয়ে আসতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে