বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চাঁদপুর জেলার সমন্বয়ক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা কমরেড শাহজাহান তালুকদারের স্মরণে শোকসভা সোমবার ১০নভেম্বর, বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়।
শোকসভা আয়োজক কমিটির আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে ও শোকসভা আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক কমরেড আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক আহবায়ক, মুক্তিযুদ্ধকালীন এফএফ কমান্ডার কমরেড খালেকুজ্জামান।
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, ঐক্য ন্যাপ এর জেলা সভাপতি শ্যামাপদ ঘোষ ভুলু, জেলা বাসদ নেতা কমরেড দীপালি রানী, অ্যাডভোকেট শীতল ঘোষ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আয়োজক কমিটির সদস্য অ্যাড. মাসুূদ রানা, আয়োজক কমিটির সদস্য রহিমা আক্তার কলি,প্রয়াত কমরেড শাহজাহান তালুকদারের ছোট ভাই মো: মতিউর রহমান।
শোকসভায় কমরেড খালেকুজ্জামান বলেন, মনুষ্যত্ববোধ জাগ্রত হলে মানব সমাজ অর্থাৎ মানুষের জন্য কাজ করে থাকে থাকেন একজন মানুষ। তখন মানুষ তার আদর্শ,সততা, নিষ্ঠাকে পাথেয় করে তোলেন। কমরেড শাহজাহান তালুকদার সে রকমের একজন নির্লোভ মানুষ ছিলেন। সমাজের মানুষের মুক্তির জন্য শাহজাহান তালুকদার আমৃত্য লড়াই করে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহজাহান তালুকদারের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।শাহজাহান তালুকদারও মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে জীবনের শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু এ পর্যন্ত মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বরঞ্চ মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যকে ধ্বংস করতে মুক্তিযুদ্ধবিরোধীরা আবারও চরম বিরোধীতায় নেমেছে।
মেহনতি মানুষের মুক্তি নিয়ে মুক্তিযুূদ্ধবিরোধীদের কোন কাজ নেই। তাই মেহনতি মানুষের মুক্তির পথ সমাজতন্ত্র ছাড়া আর কোনটাই দিতে পারবেনা। সেই মানবমুক্তির পথে শাহজাহান তালুকদার নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন। তার যে আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সে লক্ষ্যে যারা বেঁচে আছেন তাদের কাজ করে যেতে হবে, শোষণমুক্তির সমাজ নির্মাণের সংগ্রামে নিয়োজিত হতে হবে।
শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড: জহিরুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার,সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড দুলাল গোস্বামী,বাসদ নেতা জিএম বাদশা, হারুনুর রশীদ, জয়দেব কর্মকার, আব্দুর রহিম, সাবেক ছাত্র ফ্রন্ট নেতা আব্দুল কাদের মানিক, সুধীর বরণ মাঝি, ছাত্র ইউনিয়ন জেলার সাবেক সভাপতি মো: সোহেল রানা।