দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০১:৩৭ এএম
দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দেয়ার ৪ দিনের মাথায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ৩১ সদস্য বিশিষ্ট দৌলতপুর উপজেলা বিএনপি'র কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপি'র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন অনুমোদিত নবগঠিত এই কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে। সদস্য সচিব পূর্বের কমিটির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। নবগঠিত আহবায়ক কমিটিতে নতুন কোনো চমক না থাকলেও দলের সিনিয়র পরীক্ষিত নেতারা স্থান না পেয়ে কয়েকজন জুনিয়ারা স্থান পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেছেন অনেকে। উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা কমিটি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, দীর্ঘদিন যারা আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিলেন তাদের অনেকেই কমিটিতে স্থান পাননি। অথচ রাজনীতিতে অনেক জুনিয়র এবং দৌলতপুরের বাইরে থেকেও কেউ কেউ কমিটিতে পদ পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে