অবশেষে গজারিয়া -মতলেবর মানুষের স্বপ্ন পুরুন হতে চলেছে

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
অবশেষে গজারিয়া -মতলেবর  মানুষের স্বপ্ন পুরুন হতে চলেছে

মুন্সীগঞ্জের গজারিয়া-মতলব নির্মান হচ্ছে আধুনিক  ঝুলন্ত সেতু। বাংলাদেশেও নির্মিত হতে যাচ্ছে ঝুলন্ত (কেবল স্টেড) সেতু। মেঘনা ও ধনাগোদা নদীর ওপর মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংযুক্ত করতে তৈরি হচ্ছে এই আধুনিক সেতু।

২০২৬ সালে শুরু হবে নির্মাণকাজ। সেতু বিভাগ জানিয়েছে, এটি হবে দেশের প্রথম ঝুলন্ত সেতু, যা আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে নির্মিত হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সেতুর নির্মাণ ও সংযোগ সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি জানান, প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও বিস্তারিত নকশা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী বছরের প্রথমার্ধেই নির্মাণকাজ শুরু করা যাবে।

সেতুটি নির্মিত হলে চাঁদপুর-মুন্সিগঞ্জ হয়ে ফেনী ও চট্টগ্রাম পর্যন্ত একটি বিকল্প দ্রুতগতির যোগাযোগ রুট গড়ে উঠবে। এটি জাতীয় মহাসড়ক এন-১-এর বিকল্প পথ হিসেবেও ব্যবহৃত হবে।

এই খবরে গজারিয়া উপজেলায় মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে এবং লোকজন বলছে এই সেতুর কারণে চাঁদপুর জেলার সব কয়টি থানায় লোকজন গজারিয়া উপজেলার উপর দিয়ে চলাফেরা করার কারণে ব্যবসা-বাণিজ্য বিক্রি হবে এবং দুই উপজেলার মানুষের মাঝে বন্ধুত্ব সম্পর্ক বাড়বে এবং অনেক রকম স্বপ্ন দেখছে দুই পারে মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে