চাঁদপুর জেলা প্রশাসককে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রেসক্লাবের

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৮:৫৫ পিএম
চাঁদপুর জেলা প্রশাসককে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রেসক্লাবের

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের (যুগ্ম সচিব) জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পদোন্নতিজনিত কারনে বিদায়কালে সাংবাদিকদের পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) ইং তারিখ বিকালে  চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুর  প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্টার নিউজের স্টাফ রিপোর্টার কাদের পলাশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তাঁর চাঁদপুরে দায়িত্ব পালনের অনুভূতি ব্যক্ত করে বলেন, চাঁদপুরের উন্নয়নে আমি যে সম্ভাবনা দেখিয়ে দিয়েছি, সেই সম্ভাবনা নিয়ে আপনাদের কাজ করতে হবে। তাহলে উন্নয়ন হবে। আমার অনেক ব্যর্থতা আছে। সাংবাদিকরা সফলতা তুলে ধরেছেন আর ব্যর্থতা আড়াল করেছেন। সেটা আপনাদের বদন্যতা। আপনারা কেউ আমার বন্ধু নন শত্রুও নন। পেশাগত দায়িত্ব পালনে মতো পার্থক্য হতে পারে। আমি চেষ্টা করেছি। 

বিদায়ী জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুরের উন্নয়েনে আমি নিজেকে সবসময় নিয়োজিত রেখেছি। চাঁদপুরের মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। যে কোনো কাজে তারা আমাকে সার্বিক সহযোগিতা করে পাশে ছিলেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

তিনি বলেন, জেলা প্রশাসক হিসেবে কাজ করার পরিপ্রেক্ষিতে আমি প্রশংসা এবং সমালোচনার সম্মুখীন হয়েছি। আমি ব্যক্তিগত জীবনে সকল বিষয় স্বাভাবিকভাবেই নেই। কারণ এমন হওয়াটাই স্বাভাবিক। সব মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। অল্প মানুষের ভালোবাসায় জীবনে পূর্ণতা পায় যায়।

সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, বিগত সময়ে কোন জেলা প্রশাসককে আপনারা খারাপ বলেন নি। জেলা প্রশাসকরা উন্নয়ন কর্মী নয়। বড় বড় দালানকোটা করা জেলা প্রশাসকের কাজ নয়। জেলার শিক্ষার উন্নয়ন এবং মানুষের সমস্যার সমাধান করাটাই জেলা প্রশাসকের কাজ। সড়কে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে সাংবাদিক ও জনপ্রতিনিধি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসক বলেন, ৫ই আগস্টের পরে আমার যোগদানের পর পর রাস্তায় অবস্থান করা শিক্ষার্থীদের আমি শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত যেতে বলেছি। কারণ শিক্ষার্থীদের যোগ্য স্থান শিক্ষা প্রতিষ্ঠান। হয়তো সে কারণেই কোন ধরনের মব সৃষ্টি হয়নি। চাঁদপুরের সাংবাদিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমাকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সাংবাদিকদের সহযোগিতা থাকলে জেলা প্রশাসকদের কাজ করাটা সহজ হয়। চাঁদপুর নিয়ে আমার যে পরিকল্পনা ছিল তা জেলা প্রশাসক কার্যালয়ে লিপিবদ্ধ আছে। আশা করি এসকল বিষয় নিয়ে কাজ করলে চাঁদপুর একটি সুন্দর ও পরিচ্ছন্ন জেলায় পরিনত হবে।যাবার বেলায় সবার দোয়া চাচ্ছি। ভবিষ্যতে আমি যেন আরো ভালো করতে পারি।সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব জনকল্যাণে কাজ করতে।


সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোটা.কাজী শাহাদাত, জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, জিএম শাহীন, আল ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ,

জাকির হোসেন প্রমুখ। এসময় প্রেসক্লাব সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের চাঁদপুর জেলায়  দায়িত্ব পালনকালে তাঁর সাথে কাজ করার সময়ে বিশেষ মূহুর্তগুলো সাংবাদিকরা স্মৃতি চারন করেন সই সাথে তার আগামীর পথচলা যেন আরো মসৃণ ও সাফল্যমণ্ডিত হয় এই কামনা করেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে তার হাতে একটি শুভেচ্ছা স্মারক ও দৈনিক চাঁদপুর কন্ঠের পক্ষ থেকে  বই উপহার তুলে দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে