রাজধানীর সূত্রাপুরে র‌্যাবের অভিযানে ৫০ টন কেমিক্যাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৯:২২ পিএম
রাজধানীর সূত্রাপুরে র‌্যাবের অভিযানে ৫০ টন কেমিক্যাল জব্দ

শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং র‌্যাব-১০ মঙ্গল যৌথভাবে ডিএমপি, ঢাকার সূত্রাপুর শ্যামবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন ও নিষিদ্ধ কেমিক্যাল বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি, সূত্রাপুর শ্যামবাজার এলাকায় এস,কে ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের আনুমানিক ৫০ টন অবৈধ কেমিক্যাল জব্দ করা হয় এবং ০৬ জন কর্মচারীকে আটক করা হয়। এর মধ্য ০৩ জন কর্মচারীকে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানা এবং অপর ০৩ জন কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ কেমিক্যাল জব্দসহ প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রয়ের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্টসহ মানব জীবন হুমকীর দাড়প্রান্তে নিয়ে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলছে। উক্ত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে