বরিশাল-৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। তবে প্রচারনা মাঠে দেখা মিলছে এক ভিন্ন দৃশ্যের। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে দেখা গেছে, একই চায়ের টেবিলে বসে আলাপচারিতায় মেতে উঠতে।
নির্বাচনী প্রচারণাকালে মেহেন্দিগঞ্জের স্টিমার ঘাটে মুখোমুখি হন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। সুভেচ্ছা বিনিময়ের পর তারা কিছুক্ষণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা পান করেন এবং এলাকার উন্নয়নে ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক আব্দুল জব্বার বলেন “ আমরা জনগনের প্রতিনিধি হতে চাই। প্রতিদ্বন্দ্বিতা মানে শত্রুতা নয়। অপর দিকে বিএনপি প্রার্থী জননেতা রাজিব আহসান বলেন ভিন্ন মত থাকলেও আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণও অংশ গ্রহণ মূলক হোক।”
এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য উভয় দলের নেতাকর্মী ও ভোটারদের মাঝেও ইতিবাচক বার্তা দিয়েছে। এমন দৃশ্যে অভিজ্ঞমহল মনে করেন, প্রতিযোগিতা থাকলেও পারস্পারিক সম্মান ও ভদ্রতা বজায় থাকলে রাজনীতির পরিবেশ আরও সুন্দর হবে।