একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, দরিদ্র পরিবারের পাশে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০১:১৯ পিএম
একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম, দরিদ্র পরিবারের পাশে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন

বকশীগঞ্মাঞ্জে একসাথে তিন সন্তানের জন্ম নবজাতক সুস্থ, সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস উপজেলাপ্রশাসনের।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গুচ্ছগ্রামে দিনমজুর ওয়াজকুরুনীর স্ত্রী একসঙ্গে তিনটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এ খবর জানাজানি হলে পুরো এলাকায় আনন্দের জোয়ার নেমে আসে।

মঙ্গলবার সকালেওই খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা এবং বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশাসনের কর্মকর্তারা মা ও নবজাতকদের খোঁজখবর নেন এবং তিনটি জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন। পাশাপাশি নবজাতকদের জন্য উপহারসামগ্রী তুলে দেন তারা। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়-সন্তানরা বড় হওয়া পর্যন্ত পরিবারটি সরকারি সব সুযোগ-সুবিধা পাবে।

দরিদ্র এই পরিবারের মা ও নবজাতকদের সুস্থভাবে লালন-পালনে যথেষ্ট পুষ্টি সহায়তার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন স্থানীয়রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিদিন মা ও নবজাতক সন্তানদের খোঁজ নেওয়া হবে। তাদের সুস্থতা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

আপনার জেলার সংবাদ পড়তে