রায়গঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম
রায়গঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বুধবার সকাল ৯.০০ টার দিকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন রায়গঞ্জ থানা পুলিশ। তথ্যসূত্রে জানা যায়, রায়গঞ্জ থানা সংলগ্ন মো: মোশারফ হোসেন এর ছেলে আ: রহিম (২৪) রাতে খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পিতা মোশারফ তার নাইটগার্ডের ডিউটি শেষে সকালে বাসায় ফিরে ছেলেকে ঘুমন্ত অবস্থায় দেখে ডাকাডাকি শুরু করেন। ডাকে সাড়া না দিলে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ধর্নার সাথে রশিতে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে থানায় খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহতের পিতা মো: মোশারফ হোসেন বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত ঘটনার বিষয়ে মতামত প্রদান করা সম্ভব হচ্ছে না।

আপনার জেলার সংবাদ পড়তে