ভালুকা উপজেলায় সাধারন নাড়ী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করেছেন ১৫৫ ভালুকা আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মুর্শেদ আলম। তিনি ১১ নভেম্বর বিকাল ৫ টায় ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে সমাবেশ করে ৯টি ওয়ার্ডের নারী ও পুরুষদের মাঝে ১২ হাজার শাড়ী ও লুঙ্গি বিতরন করেছেন।
তিনি জানান,মনোনয়ন এখনো চুরান্ত হয়নি। তাই তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উপজেলার ১০৮টি ওয়ার্ডে উপহার হিসাবে ১ লক্ষ ৭০ হাজার মানুষকে শাড়ী ও লুঙ্গি দেয়া হবে। পৌরসদর সহ ৪ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে ৬৫ হাজার শাড়ী ও লুঙ্গি উপহার হিসাবে দেয়া হয়েছে।
উল্লেখ্য ভালুকায় ৫ আগষ্টের পর চাঁদাবাজির অভিযোগে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুকে দল থেকে বহিস্কার করা হয়। পরে কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে বাচ্চুকে প্রধান ও অজ্ঞাত আরো ২০জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা করা হয়। কিন্ত মনোনয়ন দেয়ার কয়েক দিন পুর্বে বাচ্চুর বহিস্কারাদেশ প্রত্যাহার করে দল তাকে প্রাথমিক মনোনয়ন দেয়। এতে উপজেলার সাধারন ভোটার ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তাই সাধারন মানুষকে কাছে টানতে মুর্শেদ আলম ্প্রতিটি ওয়ার্ডে ওঠান বৈঠক ও ইউনিয়নে একটি করে নারী সমাবেশ করে প্রত্যেককে একটি করে শাড়ী ও লুঙ্গি উপহার দিচ্ছেন।