নিকলী বাজিতপুরে জনগণের হৃদয়ে সৈয়দ এহসানুল হুদা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৪:৪৭ পিএম
নিকলী বাজিতপুরে জনগণের হৃদয়ে সৈয়দ এহসানুল হুদা

নিকলী ও বাজিতপুরের জনপদে আজ একটাই নাম উচ্চারিত হচ্ছে- সৈয়দ এহসানুল হুদা। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং ১২দলীয় জোটের সমন্বয়ক ও নিবেদিতপ্রাণ এই নেতা শুধু রাজনীতিক নন, তিনি একজন মানবিক মানুষ, সমাজসেবক এবং স্বচ্ছ নেতৃত্বের প্রতীক হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিদিন মাঠে-ময়দানে কাজ করছেন তিনি।

গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা- কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম, মুসল্লী, রাজনৈতিক কর্মীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় আজ তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং উন্নয়নের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

স্থানীয়দের মতে, সৈয়দ এহসানুল হুদা একজন ক্লিন ইমেজের নেতা। তিনি কখনো ব্যক্তিস্বার্থ নয়, জনগণের কল্যাণকেই অগ্রাধিকার দেন। নিকলী ও বাজিতপুরের বিভিন্ন এলাকার মানুষ তাঁকে শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন বিশ্বস্ত অভিভাবক হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পান, তবে নিকলী-বাজিতপুরের জনগণ তাঁকে শুধু সংসদ সদস্য হিসেবেই নয়, মন্ত্রী হিসেবেও দেখতে চায়- কারণ তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনসম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস করেন সবাই।

সৈয়দ এহসানুল হুদা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের এই ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্যের ডাক দিয়েছেন। জনগণের মুখে একটি কথাই এখন ঘুরছে- “জনগণের হৃদয়ে সৈয়দ এহসানুল হুদা।”

আপনার জেলার সংবাদ পড়তে