বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০২:৪২ এএম
বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বরিশালগামী সাকুরা পরিবহনের ধাক্কায় ঢাকাগামী মোটরসাইকেলের চালক রিফাত হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত রিফাত মেহেন্দিগঞ্জ উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই উপজেলার বড়জালিয়া এলাকার বাসিন্দা আমানুল্লাহ গুরুত্বর আহত হয়েছেন। তাকে পাশ্ববর্তী কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, সাকুরা পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চালক রিফাত নিহত ও আরোহী আমানুল্লাহ আহত হয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে