চাঁদপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১২ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম
চাঁদপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

"সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ"এই শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সুশাসন এর জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা  হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার(১২ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুরহাট এলাকায় প্রদর্শন শেষে কলেজ প্রাঙ্গণে এসে পুনরায় শেষ হয়। পরে কলেজ শিক্ষক মিলনায়তনে "রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই" এর উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। এ সময় অন্যানের মধ্যে আলোচনা সভায় অংশ নেন সজুনের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন আহমেদ,সহ সভপতি মো.নুরুল আলম খান আলম পলাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা জাকির,সহসাংগঠনিক সম্পাদক মো.জাহিদুল হক মিলন,মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আফরোজ মুক্তা প্রমুখ। পরে সবাই মিলে সুজনের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে