চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছিনতাইকারী দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে সিটি গ্রুপ বেঙ্গল চা পাতার স্থানীয় এক সেলসম্যান নিহত হয়েছেন।এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের রুস্তমপুর সমিতির পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবার বুকফাটা কান্না আর আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
গুলি করে হত্যার সংসদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা ঘটনাস্থলে আসেন। নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির প্যাকেটজাত বেঙ্গল চা পাতার সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাজারে পণ্য সেল করে রুহুল আমিন বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে টার্গেট করে ছিনতাইকারী দুর্বৃত্তরা রাস্তায় একা পেয়ে তাঁর মোটরসাইকেলের গতিপথ রোধ করে প্রথমে টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের ডাকাত ডাকাত বলে চিৎকার করে বাধা দিলে দুবৃত্তরা কাছ থেকে তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়।এ সময় রুহুল আমিন রাস্তার পাশে লুকিয়ে পড়ে।
গুলির শব্দে মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ভিড় করে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। আমাদের এলাকায় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটল।