বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে পলিথিন জব্দ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০২:৪২ এএম
বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে পলিথিন জব্দ

নগরীর ক্লাব রোড এলাকার জননী কুরিয়ার সার্ভিসে ঢাকা থেকে আসা অবৈধ নিষিদ্ধ ১১০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিএম রাকিব উদ্দিন জানান, নগরীর বরিশাল ক্লাব রোডের জননী কুরিয়ার সার্ভিসে আসা সরকার নিষিদ্ধ বিভিন্ন সাইজের ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। জননী কুরিয়ার সার্ভিস বরিশাল শাখার দায়িত্বে থাকা ম্যানেজার সুমন বলেন, ঢাকার চকবাজার শাখা থেকে গত ৩০ ডিসেম্বর দিবাগত রাত আটটায় বরিশাল চকবাজারের ব্যবসায়ী চয়ন নামে এক ব্যক্তি তিনটি বস্তা জননীর বরিশাল শাখায় কুরিয়ার করে। তিনি আরও জানান, জননী কুরিয়ার সার্ভিসের গাড়ীতে ঢাকা থেকে আসা বস্তা তিনটি লেবাররা নামানোর সময় কুরিয়ার কর্তৃপক্ষের সন্দেহ হলে বস্তা তিনটি খুলে দেখতে পাওয়া যায় বস্তার ভিতরে সরকার নিষিদ্ধ পলিথিন রয়েছে। পরে তারা বিষয়টি এক সাংবাদিকদের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করার পর পলিথিন জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে নিষিদ্ধ পলিথিনের মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW