জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের দাবি-‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি’

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের দাবি-‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি’

সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে আগুন লাগার কোনো প্রমাণ মেলেনি।

বুধবার দুপুরে শহীদ আসিফ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, মঙ্গলবার গভীর রাতে স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

অন্যদিকে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘অগ্নিসংযোগের অভিযোগ শোনার পর মঙ্গলবার রাত ১টার দিকে আমি ঘটনাস্থলে যাই। সেখানে কোনো আগুন লাগার নমুনা পাইনি।’

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভের পাশে জেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা ও হ্যালোজেন লাইট রয়েছে। ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে