কয়রায় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম
কয়রায় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবিতে মানববন্ধন

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা বলি; উপকূলের সংকট ও সম্ভবনার কথা বলি। এই স্লোগানকে সামনে রেখে কয়রার শাকবাড়িয়া নদীর চরে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীকে স্মরণ করে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানানো হয়েছে এই কর্মসূচি থেকে। বুধবার (১২ নভেম্বর) কোস্টাল এইড সংগঠনের উদ্যোগে বিকাল ৪ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তার সত্ত্বেও উপকূলের লক্ষ লক্ষ মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু বিরূপ পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। তারা বলেন, উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। উপকূল দিবস ঘোষণা করা হলে সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। এর মাধ্যমে উপকূলের সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। কোস্টাল এইড সংগঠনের কয়রার সমন্বয়ক মোঃ সাইফুল্লাহ  আল হেলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কয়রা উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মোঃ আঃ আলিম, আইসিডির কো-ফাউন্ডার আশিকুজ্জামান আশিক, মোঃ ফরহাদ হোসেন, মুন্ডা কমিউনিটির টিম লিডার রতন মুন্ডা, প্রজনজিত মুন্ডা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে