সরাইলে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০১:১৩ পিএম
সরাইলে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পল্লীতে সুমন মিয়া (১৮) নামের এক যুবক খুন হয়েছে। জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বুধবার গভীর রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটেছে। যুবক খুনের খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পুলিশ সতর্কাবস্থানে রয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ধামাউড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে সুমন। সুমনের দাদার কাছ থেকে দীর্ঘদিন পূর্বে একটি জায়গা ক্রয় করে দলিল করেননি প্রতিবেশী মোর্শেদ মিয়া (৭০)। মোর্শেদের এমন দাবী মানতে নারাজ সাত্তার মিয়া। এই বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলের দিকে মোর্শেদ মিয়ার লোকজন সুমনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সুমন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদরে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সুমন মারা যায়। সুমনের মৃত্যুর সংবাদে তার পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই টিপু সুলতান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই ওসি ও সার্কেল স্যার সরজমিনে এসেছিলেন। নিহত সুমনের লাশ এখনো ঢাকা থেকে বাড়িতে আসেনি।

আপনার জেলার সংবাদ পড়তে