দিঘলিয়া উপজেলার প্রিয় মুখ জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রবীণ নেতা ও নিবেদিত প্রাণ ইসলাম প্রচারক এস. এম. আজিজুর হক বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক সকাল ৭টার দিকে সৌদি আরবে ওমরা পালনকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম এস. এম. আজিজুর হক দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আজীবন ইসলামের দাওয়াত ও সমাজসেবামূলক কাজে নিবেদিত ছিলেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় দিঘলিয়া উপজেলার গ্রামে গ্রামে ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যেখানে অসংখ্য মানুষ দ্বীনের পথে ফিরে আসেন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য - নোবেল, টটু, সোহেল, জালাল, নাছিম, আমিন, টমাস, লিমন, তাহের উল্লেখযোগ্য । তবে এদের বাইরেও অসংখ্য ছাত্র তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও দাওয়াতি মিশনকে হৃদয়ে ধারণ করে চলেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্রের নাম আরিফুল হক এবং কন্যার নাম ফারহানা। পরিবার সূত্রে জানা গেছে, মরহুমকে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।
তাঁর নিজ গ্রাম দেয়াড়াতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষার্থী ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অংশ নেবেন।
মরহুমের মৃত্যুতে দিঘলিয়া ও আশপাশের এলাকায় গভীর শোক নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ তাঁকে স্মরণ করছেন একজন নিবেদিতপ্রাণ ইসলামপ্রচারক, শিক্ষক ও সমাজের পথপ্রদর্শক হিসেবে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর রেখে যাওয়া দাওয়াতি কাজের বরকত আমাদের জীবনে দান করুন। আমিন।