জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০১:৪১ পিএম
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্মসচিব) এর  পদোন্নতি প্রাপ্তিতে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে একের পর এক চাঁদপুর  জেলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সাধারণ মানুষ কি পেলো বা না পেলো সেটা বড় নয়, একজন মানুষ ডিসির কাছে তার সমস্যা বলতে পেরে মনের দিক থেকে আশ্বস্ত হয়েছে। চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রায় ১৪ মাস সরকারি দায়িত্ব পালন করতে এসে সব শ্রেণি-পেশার মানুষের মন জয় করে গেলেন। তাঁর বদলি জনিত কারণে তাকে চাঁদপুর পৌরসভা, প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় এবার বিদায় সংবর্ধনা জানিয়েছে অফিসারর্স ও এলিট পারসনদের সমন্বয় গড়ে ওঠা চাঁদপুর ক্লাব। প্রদাধিকারবলে এই প্রতিষ্ঠানটি সভাপতি জেলা প্রশাসক। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং চাঁদপুর ক্লাবের সভাপতি  মোহাম্মদ মোহসীন উদ্দীন এঁর বললিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১২ নভেম্বর বুধবার রাতে চাঁদপুর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়  । 

চাঁদপুর ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সম্মানিত সদস্য জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া,    নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান , সিভিল সার্জন ডা.মোহাম্মদ নুরে আলম দীন,  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লা সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত  সভাপতি  সুভাষ চন্দ্র রায়,চাঁদপুর পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য শেখ মনির হোসেন বাবুল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন,ক্লাব সদস্য, দেওয়ান মো. সফিকুজ্জামান,  ডা. এসএম সহিদুল্লাহ,ডা. মুস্তাফিজুর রহমান,তমাল কুমার ঘোষ, হাজী মোশারফ হোসেন,অ্যাড.নুরুল আমিন আকাশসহ চাঁদপুর ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য বিভিন্ন দপ্তরের অফিসার্সগণ। 

বিদায় অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরেই  আমার দায়িত্ব পালনের প্রথম জেলা। প্ চাঁদপুরকে আমি সারাজীবন মনে রাখবো। এখানের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে কাজ করার জন্য সুন্দর একটি পরিবেশ দিয়েছেন আপনারা।আমার স্ত্রী একজন ডাক্তার এবং সরকারি কর্মকর্তা। আমার এক ছেলে এক মেয়ে, আমাদের সুখী পরিবার। চাঁদপুর বাসীকে ধন্যবাদ, সবার কাছে দোয়া চাই। 

আলোচনা-পর্ব শেষে চাঁদপুর ক্লাবের পক্ষ থেকে বিদায়ের জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা  স্মারক ও উপহার প্রদান করা হয়।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর ক্লাবের আজীবন সদস্য মফিজুল ইসলাম খান সেলিম ও গীতা পাঠ করেন ক্লাবে আজীবন সদস্য ও গোপাল সাহা। 

আপনার জেলার সংবাদ পড়তে