কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড় ও জেজেএসের সহযোগিতায় এবং পাতাখালি ভাই ভাই স্পোটিং ক্লাবের আয়োজনে পারিবারিক পর্যায়ে দুর্যোগ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই উঠান বৈঠাকে মুল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রাখেন জেজেএসের দক্ষিণ বেদকাশী ইউনিয়নের এপিও এস এম এ মজিদ। অন্যদিকে একই দিন বেলা ১১ টায়
৬নং ওয়ার্ডের মল্লিক পাড়ায় বিপদাপন্ন নারী ও মেয়েদের দুর্যোগ ঝুঁকি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় দূর্যোগের করনীয় সংকেত এবং সাইক্লোন শেল্টার এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। জেজেএসের কর্মকর্তা এস এম এ মজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ সাহেব আলী, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, নাজমা পারভীন প্রমুখ।