বরিশালে ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুম উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৫, ০৩:২০ এএম
বরিশালে ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুম উদ্বোধণ

এখন থেকে বরিশালে পাওয়া যাবে জুয়েলারি ব্রান্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের পণ্য। আন্তর্জাতিক মানসম্মত ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী পণ্য নিয়ে বরিশালে ৩৩ তম শো-রুম উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সদর রোডস্থ রশিদ প্লাজার দ্বিতীয় তলায় নতুন এ আউটলেটটির উদ্বোধণ করা হয়। ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তা রাকেশ বলেন, আউটলেটটির উদ্বোধনের ফলে বরিশালবাসীরা নিজ শহরে থেকেই জনপ্রিয় ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড পণ্য ক্রয় করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে